Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • মে ১৬, ২০২২

পাঁচ বছরের রেকর্ড ভাঙতে পারে বর্ষা! ২৭-মে কেরলে ঢুকছে বর্ষা জানালো হাওয়া অফিস

পাঁচ বছরের রেকর্ড ভাঙতে পারে বর্ষা! ২৭-মে কেরলে ঢুকছে বর্ষা জানালো হাওয়া অফিস

বর্ষা যে আগাম রাজ্যে পা রাখতে পারে, তার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর৷ সেই পূর্বাভাস মিলিয়েই আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন আন্দামান সাগরে পৌঁছে যাবে বর্ষা৷ সবকিছু ঠিকঠাক থাকলে গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে আগামী ২৭ মে কেরলে ঢুকে পড়তে পারে বর্ষা৷ তেমনটা হলে এ রাজ্যেও বর্ষার আগাম আগমন ঘটবে৷ কমছে গরমের অস্বস্তি । ঘন ঘন বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। তবু, বিজ্ঞানীরা উদ্বিগ্ন । তাঁদের ভাবিয়ে তুলছে প্রাকৃতিক রূপান্তর। নির্ধারিত সময়ের আগেই দক্ষিণে , পশ্চিমে মৌসুমি বায়ু প্রবেশ করবে।সাধারণ এ রাজ্যের উত্তরবঙ্গেরজলপাইগুড়িতে বর্ষার পৌঁছনোর নির্ধারিত দিন ৭ জুন৷ দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছয় ১১ জুন৷

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দামান সাগরে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ায় আগামী ১৭ থেকে ১৯ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন আন্দামান সাগর এলাকায় প্রবল বৃষ্টিপাত হবে৷ সমুদ্র উত্তাল থাকারও আশঙ্কা রয়েছে৷ বর্ষার বৃষ্টির সঙ্গেই দমকা ঝোড়ো হাওয়াও বইবে৷ যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত৷ সাধারণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২২ মে পৌঁছয় বর্ষা৷

দেশের মধ্যে কেরলেই প্রথম ঢোকে বর্ষা৷ আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে দেশে বর্ষা ঢুকেছিল ৩০ মে৷ ২০১৮-তে কেরলে বর্ষা প্রবেশ করেছিল একদিন আগে ২৯ মে৷ ২০১৯ সালে ৬ জুন৷ ২০২০ সালে ৫ জুন আর গত বছর কেরলে বর্ষা ঢুকেছিল ৩১ মে৷এবার ২৭ মে বর্ষা কেরলে পৌঁছলে গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে যাবে৷ গোটা দেশেও আগাম শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি৷

আন্দামান, নিকোবর ও বঙ্গীয় উপকূলের দক্ষিণ পূর্বে ১৫ মে থেকে বৃষ্টি শুরু হবে। উল্টোদিকে আবার উত্তর-পূর্ব ভারত তাপ প্রবাহে জ্বলছে। আবহাওয়ার খামখেয়ালি পানায় জনজীবন অস্থির। বাড়ছে বিপদের সম্ভাবনা। দিল্লি, উত্তরপ্রদেশের একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আবহাওয়া অফিস আবার কেরলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। পাঁচটি জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট।

রবিবার দিল্লির সফদরগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.‌৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মুঙ্গেশপুর ও নজফগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছোঁয় যথাক্রমে ৪৯.‌২ ও ৪৯.‌১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের বান্দা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে রবিবার। আইএমডি জানিয়েছে, বান্দায় মে মাসে এই প্রথম এত গরম পড়ল। এর আগে ১৯৯৪ সালের ৩১ মে বান্দায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪৮.‌৮ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের একাধিক অংশেও সর্বোচ্চ তাপমাত্র ৪৭ থেকে ৪৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ‌চলছে তাপপ্রবাহ। অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে বারণ করা হয়েছে নাগরিকদের।
উত্তর ভারত যখন গরমে বেসামাল, দক্ষিণের বেশ কিছু অংশে কিন্তু রবিবার ভারী বৃষ্টি হয়েছে। সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল ও লাক্ষাদ্বীপে। ইতিমধ্যেই এর্ণাকুলাম, ইদুক্কি, ত্রিশূর, মালাপ্পুরম, কোজিকোড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রবিবারের পর সোমবারও এই অঞ্চলগুলিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


❤ Support Us
error: Content is protected !!