- Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৭, ২০২৪
কাপ–রাধার হাত ধরে দ্বিতীয় ম্যাচেই দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের
মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে দুরন্ত লড়াই করেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে শেষ বলে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। সোমবার রাতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্জকে উড়িয়ে দিল ৯ উইকেটে। দিল্লির জয়ের নায়ক মারিজানে কাপ ও রাধা যাদব।
টসে জিতে ইউপি ওয়ারিয়র্সকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং। মারিজানে কাপ এবং রাধা যাদবের দুরন্ত বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি ইউপি ওয়ারিয়র্জের ব্যাটাররা। স্কোর বোর্ডে কোনও রান ওঠার আগেই দীনেশ বিন্দ্রাকে (০) তুলে নেন মারিজানে কাপ। এরপর তাহলিয়া ম্যাকগ্রাথকেও (১) ফেরান। ইউপি অধিনায়ক অ্যালিসা হিলিও (১৩) তাঁর শিকার। মারিজানের দাপটে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইউপি ওয়ারিয়র্জ। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি।
এরপর ইউপি–র মিডল অর্ডারে ভাঙন ধরান রাধা যাদব। প্রথমে আউট করেন গ্রেস হ্যারিসকে (১৭)। এরপর ফেরান অর্ধশতরানের দিকে এগিয়ে যাওয়া শ্বেতা শেরওয়াতকে (৪৫)। ১০ রান করে কিরণ নাভগিরে আউট হলেন রাধার বলেই। রাধার শেষ শিকার সোফিফে একলেস্টোন (৬)। অন্যদিকে, অরুন্ধুতি রেড্ডির বলে ১০ রান করেই আউট হন পুণম। দীপ্তি শর্মাকে (৫) তুলে নেন সাদারল্যান্ড। মারিজানে ও রাধার দাপটে ২০ ওভারে ১১৯/৯ রানের বেশি তুলতে পারেনি ইউপি। ৪ ওভারে একটি মেডেনসহ ৫ রান দিয়ে ৩ উইকেট পান কাপ। অন্যদিকে রাধা ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন।
জয়ের জন্য ১২০ রানেল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইউপি–র বোলারদের কোনও সুযোগই দেননি দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং ও শেফালি ভার্মা। ওপেনিং জুটিতেই দুজনে ইউপি–র রান স্পর্শ করেন। জয়সূচক শট খেলতে গিয়ে ৪৩ বলে ৫১ রান করে সোফিয়ে একলেস্টোনের বলে আউট হন মেঘ ল্যানিং। জেমাইমা রডগিগেজ এসে বাইন্ডারি হাঁকিয়ে দিল্লিকে জয় এনে দেন। মাত্র ১৪.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি (১২৩/১)। ৪৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন শেফালি ভার্মা।
❤ Support Us