Advertisement
  • খাস-কলম দে । শ
  • মে ১৯, ২০২৩

মহান উনিশ-৬৩

সৌরভ লস্কর
মহান উনিশ-৬৩

১৯ মে, ১৯৬১। শিলচর স্টেশনে ভাষা যোদ্ধারা

৬৩ বছরে পা দিল মহান উনিশ। বাঙালির অর্জিত গৌরব আর অহঙ্কারের অনির্বাণ মশাল। এ মশাল চিরদিন জেগে থাকবে। কালজয়ী বর্ণমালার মতো, চিরস্রোতা ঝর্ণার মতো, পীড়ন-বিরোধী খড়গের মতো এ মশাল দিকে দিকে সমস্ত মাতৃভাষা আর বহুভাষিকতার দ্যুতি ছড়াবে। দীপ্তি জাগাবে চিত্তের বিত্তে। বলবে, মাথা উঁচিয়ে কাঁদতে শেখো। বলবে, উনিশে মে, মানেই মাথা নত না করা। বলতে থাকবে, প্রাণ দেব তবু, জবান দেব না; বুলেট চিবিয়ে খেয়ে শিক্ষা দেব রাষ্ট্রকে, ক্ষমতামত্ততায় ছিটিয়ে দেব ছি! ছি!


অবিস্মরণীয়


শিক্ষা নেয়নি রাষ্ট্র। সব ভাষাকে ভালোবাসতে শেখেনি। আজও সে চাপিয়ে দিতে চায় নির্বোধের ক্ষমতা। অতএব, লড়াই শেষ হয়নি। পূর্ণ জয় আসেনি ! আসবে। অবশ্যই শাসক স্বীকার করবে, আজ ভাষা দিবস; রক্তঋণ শোধ করে অবিকল্প সংকল্প ঘোষণার প্রত্যাশিত মুহুর্ত। আমরাও অন্ধ ভাবাবেগকে দূরে সরিয়ে, সতেজ দ্রোহ নিয়ে, সমবেত বিবেক আর বুদ্ধিকে জাগ্রত রেখে বিগত ৬২ বছরের নিঃস্বার্থ অভিজ্ঞানকে খতিয়ে দেখব, রুখে দাঁড়াব সব রকমের বিভাজন আর একমুখী অনুশাসনের বিরুদ্ধে।

জয় শাশ্বত উনিশ।
জয় গরিয়সী বাংলা।


সে দিনের স্মৃতিচিহ্ন



শহিদ স্মরণে শিলচরে জন জোয়ারের পথ চলা। আগরতলা, শিলং, কলকাতায় বর্ণাঢ্য অনুষ্ঠান। স্লোগান, হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় উনিশ


 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!